রাঙামাটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রথম একজনের মৃত্যু

৪১

রাঙামাটি প্রতিনিধি
মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো রাঙামাটিতে। মঙ্গলবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আবুল কালাম। তার বয়স হয়েছিলো ৬১। তিনি শহরের তবলছড়ির কর্মচারী কলোনির বাসিন্দা।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, নিহত ব্যক্তি রাঙামাটি জেলায় করোনা সনাক্ত হবার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার ভোরে তিনি সেখানেই মারা যান। এনিয়ে করোনায় রাঙামাটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
নিহত ব্যক্তিতে পশাসনের তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি শাখার দাফন কাফন কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করেন।
এদিকে রাঙামাটি সরকারী কলেজের আইসোলেশন সেন্টারে ৪জন কোরানা রোগি চিকিৎসাধীন আছে বলে জানান সিভিল সার্জন।

Facebook Comments Box
You might also like