স্টাফ রিপোর্টার : সারা দেশে করোনা মহামারির দ্বিতীয় ডেউ শুরু হলেও রাঙামাটিতে এখনো পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রনে আছে। চলমান লকডাউন কার্যকরীভাবে পালিত হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতাও বেড়েছে। সংক্রমনের হার তুলনামূলক কম। এমন সুখবর ও স্বস্থির কথা জানালেন রাঙামাটির প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান প্রবন চৌধুরী।
সভায় সিভিল সার্জন জানান, সারা দেশে করোনার দ্বিতীয় ডেউ চললেও রাঙামাটিতে সংক্রমনের হার এখনো নিয়ন্ত্রনে। জেলায় এ পর্যন্ত করোনায় ১৬ জনের মৃত্যু হলেও দ্বিতীয় ঢেউ শুরু হবার পর এখনো কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
সভায় প্রশংসিত হয় করোনা পরিস্থিতির শুরু থেকে জেলায় মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়।
লকডাউন কার্যকর করে এবং স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি জেলায় করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান সচিব প্রবন চৌধুরী।
সভায় রাঙামাটি ডিজিএফআইয়ের পরিচালক, সিভিল সার্জন, পুলিশ সুপার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, রাঙামাটি পৌরসভার মেয়র সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box