॥ হিল নিউজ ডেস্ক ॥ বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল সংস্থা রাঙামাটি জোন এর উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রিজার্ভ বাজার হোটেল সৈকত সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল সংস্থা রাঙামাটি জোন এর চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম এর বাস ভবনে এই ত্রাণ বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার উপস্থিত থেকে প্রায় ৩০০ অসহায় দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ ও ইফতার সামগ্রী তুলে দেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, বিশিষ্ট ব্যবসায়ী আশীষ দাসসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box