কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

৪৩

স্টাফ রিপোর্টার : দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে পহেলা মে থেকে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহণ ও বিক্রি বন্ধ করা হয়েছে। হ্রদের মৎস্য সম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধি ও পোনা সংরক্ষণের লক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন। একই সময়ে রাঙামাটির সব বরফ কলের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।

এর আগে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধি সংক্রান্ত এক সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক এ নিষেধাজ্ঞা জারি করেন।

জেলা প্রশাসক স্বাক্ষরিত  আদেশে বলা হয়  মাছ শিকার নিষেজ্ঞা চলাকালীন অবৈধ পন্থায় মাছ আহরণ , বাজারজাত ও পরিবহণ বন্ধে  কাপ্তাই লেকের বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ অবস্থান করবে।  এই তিন মাস মাছ শিকার বন্ধ রাখতে  হ্রদে নৌ পুলিশের টহলের পাশাপাশি  প্রশাসনের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে বলে এবং  নিষেজ্ঞা অমান্যকারী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে ।

এদিকে হ্রদের উপর নির্ভরশীল জেলেদের  তিন মাসের জন্য বিজিএফ চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন ।

প্রতিবছর একই মৌসুমে কাপ্তাই হ্রদের মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় বেকার হয়ে পরে হ্রদের মাছের উপর নির্ভর ২০ হাজারের অধিক মৎস্যজীবি শ্রমিক।

Facebook Comments Box
You might also like