রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ সেলিম (৩৬) নামের এক আসামী গ্রেফতার হয়েছে। সে কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসের পাড়ার মৃত আমির হোসেনের পুত্র। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ২৭ জুন সন্ধ্যা সাত ঘটিকায় রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ, সেকেন্ড অফিসার, উপ পরিদর্শক (এস.আই) অজয় দেব শীল, উপ পরিদর্শক মাইন উদ্দিন,সাব্বির আহমেদ, সহকারি উপ পরিদর্শক আব্দুর রহিম, আরিফুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম কদলপুর এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ২৮ জুন মধ্যরাতে কদলপুরস্থ ইসলামিয়া নতুন পাড়া পাহাড় ও গভীর জংগলে আসামী মোঃ সেলিমের মালিকানাধীন পোল্ট্রি ফার্ম সংলগ্ন রান্নাঘর হতে একটি দেশীয় তৈরী এল জি, ২ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা,১ টি কিরিচ , ১ টি বেয়নেট ছুরি উদ্ধার করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোঃ সেলিমের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র মামলা রুজু শেষে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।