গুইমারা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে আইন শৃংখ্যলা বাহীনি।
সোমবার (২৮.০৬.২০২১) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের জিএসওটু (ইন্ট) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যাদের আটক করা হয় তারা হলেন ইউপিডিএফ (প্রসীত) বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), জুকের মারমা (১৯), বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০)। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।