বাড়ছে লাল পতাকা, সতর্কতা জরুরী

২১৬

গত বছর দেশে করোনা সংক্রমন শুরু হলে সর্বশেষ আক্রান্তের জেলা ছিলো রাঙামাটি। এ সুসংবাদ নিশ্চিত হয়েছে জেলার মানুষের করোনা সংক্রানত বিধি নিষেধ মানার প্রবনতা বেশি ছিলো বলে। কিন্তু এক বছর পর এসে করোনার দ্বিতীয় ঢেউ পার হয়ে সেই রাঙামাটি জেলা এখন দুঃসংবাদ দিচ্ছে। করোনা আক্রান্ত মানুষের ঘরে লাল পতাকার সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার (২৯ জুন) রাঙামাটি শহরে সাত জনের বাসায় লাল পতাকা লাগিয়েছে প্রশাসন। একইভাবে বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই ও রাজস্থলীতেও করোনা সংক্রমনের হার উর্ধ্বগতি। এ খবর মোটেও সুখকর নয়।

হঠাৎ জেলাবাসীর উদাসীনতা দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার ব্যাপরে। যার ফলশ্রুতিতে পরিস্থিতির অবনতি। তবে বরাবরের মতো প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয় । দিনরাত মাঠে পড়ে আছে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। মানুষের মুখে মাস্ক তুলে দিতে জেলা প্রশাসক নিজেই মাঠে নেমেছেন।

চলমান পরিস্থিতির যাতে আর অবনতি না হয় সে জন্য এখনি সতর্ক হতে হবে সকলকে। সম্মিলিত প্রচেষ্টায় ঠেকাতে হবে মরণব্যাধীর সংক্রমন। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হবার কোন বিকল্প নেই। মানতে সরকারী বিধি নিষেধ। অপরজনকেও সচেতন করতে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
You might also like