রাউজানে দুঃস্থদের মাঝে নার্য্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

৯৮

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান পৌরসভায় গরীব, দুঃস্থদের মাঝে নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯.০৬.২১) জুন বিকেলে রাউজান পৌরসভাস্থ জলিলনগর চত্বরে খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

অতিথি ছিলেন দৈনিক আজাদীর সি. সহ সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম। এ সময় পৌর কাউন্সিলর জানে আলম জনিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা পরিস্থিতির কারণে পৌর এলাকার গরীব ও দুঃস্থ পরিবারগুলোর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাউজান পৌরসভার পক্ষ থেকে ন্যার্য্যমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ককর্মসূচি অব্যাহত রয়েছে। মানুষ যাতে কষ্ট না পায় সেই চিন্তা মাথায় রেখে আমরা এই মানবিক কর্মসূচি অব্যাহত রাখবো।

 

Facebook Comments Box
You might also like