চলছে শেষ মুহুর্তের বেচাকেনা

১১৪

স্টাফ রেপার্টার

বৃহষ্পতিবারের লকডাউনকে কেন্দ্র করে বাজারে ঝাপিয়ে পড়েছে মানুষ। লকডাউন সাত দিনের চেয়ে আরো বাড়তে পারে এমন আশঙ্কায় বাজারে মানুষের বাড়তি চাপ। তাই যে যার মতো করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মওজুদ করছেন। বুধবার (৩০জুন) রাঙামাটি শহরের বাজারগুলো ঘুরে দেখা গেছে মানুষের বাড়তি ভীড়। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরও বাজারে মানুষের চাপ। ঠিক যেমন ঈদের আগের দিন চাঁদ রাতে মানুষ শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে যান সেরকমই বাজারের দৃশ্য। সবজি বিক্রেতা সজিব জানান, গত দুই দিন থেকে মানুষ বেশি কেনাকাটা করছেন। বাজারে মাল আনার পরেই তা বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ বেশি কিনছেন চাল, ডাল, আলু, পেয়াজ ও সবজি জাতীয় খাদ্য। এছাড়াও মুদি দোকান, মুরগীর দোকানেও মানুষেরে ভীড় দেখা গেছে। এদিকে লকডাউনের আগে সেলুনের দোকানেও মানুষ ভীড় করছে। আগে ভাগেই চুল দাড়ি ছেটে নিচ্ছেন পুরুষরা।

তবে বিক্রেতেরা বলছেন লকডাউনের সময় তাদের বেচাকেনা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ যানবাহন বন্ধ থাকায় মানুষ বাজারে আসতে পারবে না। এ সময় ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন।

 

Facebook Comments Box
You might also like