বৃহষ্পতিবার থেকে ঘর হতে বের হওয়া মানা
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার বৃহষ্পতিবার (১জুলাই ২০২১) থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে। যা চলবে আগামী ৭জুলাই ২০২১ রাত ১২টা পর্যন্ত। এ সময় জনসাধারণ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। প্রয়োজন ছাড়া কেউ বের হলেই রয়েছে জরিমানাসহ শাস্তির বিধান।
বুধবার (৩০জুন২০২১) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয় বিধিনিষেধ চলাকালীন জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জুরুরী ওষুধ, খাদ্যপণ্য, কৃষিপণ্য ও কীটনাশকবাহী গাড়ি চলাচল করতে পারবে।
যে সকল প্রয়োজনে জনসাধারণ ঘর থেকে বের হতে পারবেন তা হলো, জরুরী ওষুধ ক্রয়, খাদ্যপণ্য ক্রয়, চিকিৎসা ও দাফন কাপনের জন্য। এছাড়া টিকার কার্ড দেখিয়ে শিশুকে টিকা দিতে বের হওয়া যাবে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাবারের দোকানদাররা খাবার বিক্রি করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ ছাড়াও কাঁচা বাজার বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি করতে পারবেন।
প্রজ্ঞাপনে জানানো হয় এবারের বিধি নিষেধ বাস্তবায়নে সিভিল প্রশাসনের সাথে সেনা বাহিনী মোতায়েন থাকবে।