ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করছেন ফারাজ করিম চৌধুরী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে এবারের কঠোর লকডাউনে আবারো ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন দেশের জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বৃহষ্পতিবার ( ১জুলাই ২০২১) সকাল ৬ টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় গাড়ীতে করে এবং রাউজানের প্রতিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতি কেজি মিনিকেট চাউল ৪৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, পিয়াজ ৩৫ টাকা, মসুর ডাল ৭০ টাকা, চনার ডাল ৩০ টাকা, লবণ ১৫ টাকা, চিনি ৬০ টাকা, আটা ৩০ টাকা, চাপাতা ৩২০ টাকা ও আলু ১৫ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকলেই ন্যায্যমূল্যের এই বাজার থেকে খাদ্যসামগ্রী ক্রয় করতে পারবে।
ফারাজ করিম চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাউজানের সাধারণ মানুষ। মোঃ আবদুর রহিম নামে একজন শ্রমিক বলেন, ‘ফারাজ করিম চৌধুরীর এমন উদ্যোগের ফলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হবে।’ এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, ‘আগামীতে লকডাউন বৃদ্ধি করা হলে চাউল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে উপহার দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। কেউ যদি খাবারের কষ্টে থাকেন বা আপনাদের আশেপাশে যদি কাউকে খাবারের কষ্টে থাকতে দেখেন, তবে আমাদের হেল্প ডেস্ক টীমের সাথে যোগাযোগ করলে আমরা তাদের নিকট খাবার পৌছে দেওয়ার চেষ্টা করবো।’