খাগড়াছড়িতে করোনা সংক্রমনের হার ৩৩ শতাংশ
খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসের সংক্রমনের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৩ জনের মধ্যে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৫৩ শতাংশ।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেন। সুত্র জানায় নতুন ৪৮ জনের মধ্যে মাটিরাঙ্গায় ৫ জন, রামগড়ে ১ জন, মানিকছড়িতে ৩ জন এবং সদরে ৩৯ জন। গত ২৪ ঘণ্টায়
চলতি মাসের প্রথম দুই দিনে মোট ২৩৮ জনের নমুনা সংগ্রহ করে ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৫৫ শতাংশ।
খাগড়াছড়িতে বর্তমানে ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪ জন আক্রান্ত এবং ১৪ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন।