কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের সহায়তা

৭৫

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন সময়ে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থি ক সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার(৩ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী কাপ্তাইস্থ নিজ বাসভবনে পরিষদের পক্ষ হতে চিৎমরম ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৪ জন কৃষকের মাঝে সহায়তার অর্থ তুলে দেন।

ক্ষতিগ্রস্থ ৪ জন কৃষক   প্রত্যেকে ৫ হাজার টাকা করে সহায়তা পান।

এসময় চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং চৌধুরী সহ ক্ষতিগ্রস্ত কিরঞ্জয় চাকমা, উচিংথোয়াই মারমা এবং মংসুইথুই মারমা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
You might also like