নিখিলের জন্য অপেক্ষার প্রহর গুনছেন নেতা কর্মীরা

৩৬৩

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে যাওয়া রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা এখনো ঢাকায়। এদিকে তার নিজ জেলা রাঙামাটিতে অপেক্ষায় আছেন তার দলের নেতা কর্মীরা। সবাই অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবেন প্রিয় নেতা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে। ইতোমধ্যে পুরো জেলায় নিখিল কুমার চাকমাকে অভিনন্দন জানিয়ে ব্যানার ফেস্টুন, বিল বোর্ড ও তোরণ শোভা পাচ্ছে। নিখিল কুমার চাকমাকে বরণ করে নিতে প্রস্তুত পুরো জেলা।
জানাগেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় হতে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রস্তাবের ফাইল প্রধানমন্ত্রীর সম্মতির জন্য পাঠানো হলে গত ১৩ জুন২০২১ প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন। সে ফাইল এখন জনপ্রশাসন মন্ত্রনালয়ে। অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। এর মধ্যে চেয়ারম্যানের স্ট্যাটাস ও বেতন কাঠামো নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। যে কোন সময় গেজেট প্রকাশিত হলে পাল্টে যাবে ইতিহাস। দীর্ঘদিন পর আমলামুক্ত হবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ। এ ছাড়াও নিখিল কুমার চাকমা হবেন রাঙামাটি থেকে প্রথম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। জরুরী অবস্থার পরবর্তি নির্বাচনের মাধ্যমে বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ চেয়ারে দায়িত্ব পালন করেন সরকারের সচিব ও সাবেক সচিব। চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবার পর ১৯ মার্চ ২০২১ হতে পদটি খালি হয়ে যায়। এরপর জোরালো দাবি উঠে চেয়ারম্যান পদে একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেয়ার জন্য। বিশেষ করে রাঙামাটি জেলা থেকে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়ার দাবি এবার বেশ জোরালো ছিলো।
রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংঠনের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ নেতাকর্মী নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান পদে দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মতে রাজনৈতিক ব্যক্তি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে না থাকায় বোর্ডের কর্মকান্ডে কোন জবাবদিহিতা ছিলো না। এ ছাড়াও তিন পার্বত্য জেলা ভিত্তিক এ প্রতিষ্ঠানে উন্নয়নে সুষম বন্টন নিয়েও প্রশ্ন তুলেন তারা। যেহেতু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিখিল কুমার চাকমা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন সেহেতু তাকেই চেয়ারম্যান পদে নিয়োগ দিলে উন্নয়নের সুফল পাবে পাহাড়ের মানুষ এমনটাই মনে করছেন বিভিন্ন মহল।

Facebook Comments Box
You might also like