পুলিশ হাসপাতাল এলাকা সমাজ কমিটি পূর্ণগঠন

২৫৮

স্টাফ রিপোর্টার :

রাঙামাটি শহরের পুলিশ হাসপাতাল এলাকা সমাজ কমিটি পূর্ণগঠন করা হয়েছে। গত ২৫ জুন শুক্রবার রাতে ৮টায় সমাজ কমিটির বার্ষীক সাধারণ সভা অনুষ্টিত হয়।। সভায় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে  আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে আব্দুল কুদ্দুছকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক পূন: নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি বাবুল দাশ, নুরুল হক ও ধন্জয় দাশ, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক ইয়ামেনি ও এসএম লোকমান, সাংগঠনিক সম্পাদক সন্জিৎ দে, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অর্থ সম্পাদক তাপস চন্দ্র দে, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম, প্রচার সম্পাদক শফিউল আলম, সহ-প্রার সম্পাদক মোহাম্মদ সুমন, কার্যকরি সদস্য মোহাম্মদ ইব্রাহীম হোসেন হক, আহমদ আলী ও শাহদাত হোসন।

২০২০ সালে  পুলিশ হাসপাতাল এলাকা সমাজ কমিটি প্রথমবারের মতো গঠন করা হয়। প্রতিষ্ঠার পর এ কমিটি বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করে প্রশংসিত হয়।

Facebook Comments Box
You might also like