রাউজানে কঠোর বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের অভিযান অব্যাহত
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পঞ্চম দিনেও বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে রাউজান উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটায় অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি টিম, আনসার সদস্যরা সহযোগিতা করেন।
বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ কর্মকর্তা রিক্সা চালক, প্রতিবন্ধী ও সিএনজি অটো রিক্সা চালককে খাদ্যদ্রব্য তুলে দেন।
অভিযানের খবর পেয়ে অনেক ব্যাবসায়ী তড়িগড়ি করে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাব যে হারে বাড়ছে লোকজন সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। তিনি সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, শুরু থেকেই কঠোরবিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে পেলে আমরা আইনানুগ ব্যাবস্থা নেব।