রাঙামাটিতে এক সপ্তাহে ১৫৭জন আক্রান্ত
স্টাফ রিপোর্টার :
রাঙামাটিতে গত এক সপ্তাতে (৫জুলাই ২০২১ পর্যন্ত) ১৫৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জুলাই রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় হতে প্রকাশিত করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্টে সর্বোচ্চ ৩০জন আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় জানায় গত এক সপ্তাহে ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের করোনা সনাক্ত হয়।
সুত্রে জানা যায় সপ্তাহের প্রথম দিন তথা গেল ২৮ জুন রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়েছিলো ১৬ জন। এর পর থেকে একদিন বাদে প্রতি দিনই আক্রান্তের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়।
আক্রান্তের শীর্ষে রয়েছে রাঙামাটি সদর ও কাপ্তাই উপজেলা।