রাঙামাটিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অঞ্জলি দিয়ে রাঙামাটিতে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন ঠেকাতে সরকারের দেয়া চলমান কঠোরবিধিনিষেধ এর কারণে সংক্ষিপ্ত ভাবে দিনটি পালন করেন জেলা যুব মহিলালীগ ।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
এসময় জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল উপস্থিত ছিলেন।