ইয়বা কারবারী স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার :
করোনা মহামারীর মাঝেও থেমে নেই স্বেচ্ছাসেবকলীগ নেতার ইয়াবার কাজ কারবার। পার্বত্য জেলা ছাড়িয়ে ইয়াবার ব্যভসা বিস্তার ঘটিয়েছেন দেশের বিভিন্ন জেলায়। এবার তিনি ধরা পড়লেন র্যাবের জালে। তিনি হলেন পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মিজান সর্দার।
গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় ইয়াবাসহ তাকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে আটক করে র্যাব। এস.এম মিজান সর্দার আলীকদম উপজেলা আলিমুদ্দিন পাড়ার বাসিন্দা মৃত মহসিন সর্দারের দ্বিতীয় পুত্র।
লৌহজং থানা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া চৌরাস্তায় ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চৌরাস্তায় অভিযান চালিয়ে মিজান সর্দারকে ৬৮০ টি ইয়াবাসহ আটক করে। পরে তাকে লৌহজং থানায় হস্তান্তর করে র্যাব। সে দীর্ঘদিন ধরে বান্দরবান সীমান্ত দিয়ে ইয়াবা এনে মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করছিল।