কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গোলাগুলি, একজনের লাশ উদ্ধার

১২৬

হিল নিউজ রেপার্ট :

রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় জেএসএস (মূল) এবং এমএনপি নামের দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায় বৃহষ্পতিবার (৮জুলাই ২০২১) সকাল ১০ টায় প্রথম দফা ও দুপুর দেড়টা থেকে বিকেল চারটা দ্বিতীয় দফায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে  ৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনায় হতাহতের প্রকৃত খবর জানা না গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে সেনা বাহিনী। রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনার খবর পেয়ে সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে সেনা বাহিনী। পরে তা চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তি জেএসএস (মূল) দলের চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় সেনা বাহিনী। প্রভাব বিস্তারের অংশ হিসেব এই দুটি পাহাড়ী সন্ত্রাসী সংগঠনের মধ্যে এধরনের ঘটনা ঘটে বলে জানায় আইশৃঙ্খলা বাহিনী। বর্তমানে  এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

 

Facebook Comments Box
You might also like