বাঘাইছড়িতে প্রধানমন্ত্রী’র মানবিক সহায়তা বিতরণ
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঘরবন্দী হয়ে পরেছে হাজারো মানুষ। এ অবস্থায় সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতেও অর্ধশতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) সকাল ১১টায় উপজেলা ক্রিড়া সংস্থার প্রাঙ্গণে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই ও) মোঃ দেলোয়ার হোসেন’সহ বিভিন্ন জনপ্রতিনিধি গন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, সারা দেশে কঠোর লকডাউনে ঘরবন্দী হয়ে পরেছে হাজারো মানুষ। তাই প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে।