শহরের অলিতে গলিতে আড্ডা অযথা ঘুরাঘুরি
স্টাফ রিপোর্টার :
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপের প্রথম দিনে রাঙামাটিতে ঢিলেঢালা হয়ে গেছে। বৃহষ্পতিবার রাস্তায় মানুষের চলাচল আগের তুলনায় বেড়েছে। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হয়েছেন। সড়কে বেড়েছে মোটরসাইকেল ও অটোরিক্সার চলাচলও। তবে দোকান পাট শপিংমল ও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহেরর অলিতে গলিতে দেখা গেছে মানুষের আড্ডা ও অযথা ঘুরাঘুরি। বিশেষ করে বিকেল থেকে অরিতে গলিতে আড্ডা আর গল্প গুজবে মেতে উঠে মানুষ। এদের অধিকাংশ স্বাস্থ্যবিধি মানছেন না। এ ছাড়াও দিনভর রাস্তায় ছিলো মানুষের চলাচল। এদের মধ্যে অনেকে বাজার কিংবা জরুরী প্রয়োজনে বের হলেও বেশিরভাগই হাটাহাটি, ঘোরাঘুরি বা অপ্রয়োজনে বের হয়েছেন। কোন কোন দোকান আংশিক খোলা দেখা গেছে। যারা মোবাইল কোর্টের গাড়ি দেখলেই দোকান বন্ধ করে দেন।
এদিকে বৃহষ্পতিবার কঠোরবিধিনিষেধ কার্যকর করতে শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃতে ৫টি মোবাইল কোর্ট রাস্তায় মাঠে ছিলো বেল জানায় জেলা প্রশাসক কার্যালয় সুত্র। সাথে রয়েছে পুলিশ, সেনাবহিনী ও বিজিব। এদিকে উপজেলা পর্যায়ে মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট। বিভিন্ন উপজেলায় কঠোরবিধিনিষেধ কঠোরভাবে পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি।