কাউখালীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
কাউখালী প্রতিনিধি :
রাঙামাটি কাউখালী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আবুল কালাম (৬৫) প্রকাশ কালাম চেরাং। তার বাড়ি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডাববুনিয়াছড়া এলাকায় বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে কাউখালীতে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।
কলমপতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, মৃত ব্যক্তির করোনা পজিটিভ ছিলো বিষয়টি নিশ্চিত করে বলেন, সে করোনার উপসর্গ নিয়ে বেশ কিছুদিন বাড়িতে ছিলো। পরে সপ্তাহ খানেক আগে তাকে রাঙামাটি হাসাপাতালে নেওয়া হলে সেখানে কোভিড পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পর তাকে আইসোলেশনে রাখা হয়। দিন দিন তার অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের করোনা রোগীর জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান। মৃত ব্যক্তির গোসল ও প্রয়োজনীয় কাজ চট্টগ্রাম থেকেই শেষ করে গ্রামে আনা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে ডাববুনিয়া ছড়া মসজিদ মাঠে জানাযা ও দাফন করা হয় বলে পরিবার সুত্রে জানা গেছে।