গুইমারায় অস্ত্রসহ চারজন আটক

৮২

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছনখোলাপাড়া এলাকা হতে অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯জুলাই ২০২১) সিন্দুকছড়ি জোনের একটি টহল দল ছনখোলাপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ০২টি এলজি, ৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদা রশিদ, ২টি মানিবেগ, ২টি বেগ, ০৬টি মোবাইল সেট, নগদ ৩৭৮৫.০০ টাকা উদ্ধার করা হয়।

আট  চার জন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট উপিডিএফ (মূল) দলের সদস্য বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক চারজন হলেন, দুর্জয় চাকমা (৩২), পিতা-বাগরা কুমার চাকমা, তিনি মনাদংপাড়া, গচ্ছাবিল এলাকার বাসিন্দা। আর অংথই মারমা (২২), পিতা-অমিও মারমা, কংচাই মারমা (১৯), পিতা-মৃত সাথই মারমা, চাইলা মারমা (১৯), পিতা-লাব্রেচাই মারমা, মানিকছড়ি উপজেলার রিমাপাড়া এলাকার বাসিন্দা।

আটক চার সন্ত্রাসীকে অস্ত্র ও জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়। গুইমারা থানা ওসি মিজানুর রহমান জানান আটকদের মধ্যে দুর্জয় চাকমার বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা ইউপিডিএফ (মূল) দলের হয়ে মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করতো।

 

Facebook Comments Box
You might also like