নেজাম উদ্দনি রানা, রাউজান (চট্টগ্রাম ) :
মহামরী করোনার ভয়াবহতা বা সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ কিছুই মাথায় নেই। আয়োজন করা হয়েছে পাঁচ শত মানুষের ভোজের। শুক্রবার (৯জুলাই ২০২১) দুপুরে চলছিলো ভুরিভোজ। অনেকেই খাবার টেবিলে ব্যস্ত। অতিথিদের আসা যাওয়ায় এলাকার পরিবেশ বেশ উৎসবমুখর। দেখে বোঝার উপায় নেই কঠোর বিধিনিষেধ চলছে। কিন্তু এমন কান্ডজ্ঞানহীন আয়োজন আর উৎসবে বাধা হলেন বেরসিক ইউএনও। ইউএনওর নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ভূরিভোজের এ আয়োজন বন্ধ করে দেন।
শুক্রবার এমন কান্ডজ্ঞানহীন ঘটনাটি ঘটেছে রাউজান উপজলোর নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায়। এলাকার প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক অতিথির জন্য আয়োজন করা হয় ভোজের।
চলমান কঠোর বিধি-নিষেধ অমান্য করে এ আয়োজরে খবর পেয়ে তাৎক্ষনকি আয়োজনটি বন্ধ করার জন্য ইউপি‘র ভারপ্রাপ্ত চয়োরম্যানকে নির্দেশ দেন রাউজান উপজেলা নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজস্ট্রিটে জোনায়দে কবরি সোহাগ। সাথে সাথইে ইউএনওর নির্দেশে অনুষ্ঠানস্থলে ছুটে গিয়ে আয়োজনটি বন্ধ করে দেন নোয়াপাড়া ইউনয়িনরে ভারপ্রাপ্ত চয়োরম্যান বাবুল মিয়া মেম্বার। বষিয়টি নিশ্চিত করেন উপজলো নির্বাহী র্কমর্কতা জোনায়দে কবরি সোহাগ বলনে, লকডাউনরে বধি-িনিষেধ অমান্য করে নোয়াপাড়া ইউনিয়নের প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে তার পরিবার ৫শ’ মানুষের ভোজের আয়োজন করে। সংবাদটি পেয়ে আমি তাৎক্ষনকিভাবে আয়োজনটি পণ্ড করার জন্য থানা পুলশি ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে নির্দেশ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আয়োজনটি বন্ধ করে দেন।