সেই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার :
ইয়বা সহ আটক পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মিজান সর্দারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আলিকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া হিল নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দল কারো অপকর্মের দায় নিবেনা। তাই ইয়াবা সহ র্যাবের হাতে আটক এসএম মিজান সর্দারকে গতকাল (৮জুলাই ২০২১) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্তমতে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এসএম মিজান সর্দারকে ৭ জুলাই ২০২১ রাত সাড়ে ১০ টায় ইয়াবাসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে আটক করে র্যাব। সে আলীকদম উপজেলা আলিমুদ্দিন পাড়ার বাসিন্দা মৃত মহসিন সর্দারের দ্বিতীয় পুত্র। সে দীর্ঘদিন ধরে বান্দরবান সীমান্ত দিয়ে ইয়াবা এনে মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করছিল।