খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৫৬ শতাংশ
স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন।
শুক্রবার (০৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার জামতলীর ফিরোজা বেগম (৫৫), সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
অপরদিকে বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ৩ জন রুগী মৃত্যুবরণ করে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।তারা হলেন আলাই মারমা (৭০),পিতাঃ আকিও মারমা পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর। মো. আব্দুল মান্নান( ৭০)পিতাঃ মৃতঃ ইউসুফ মুন্সী। মোহাম্মদপুর, কলেজ গেইট, খাগড়াছড়ি সদর এবং মাটিরাঙ্গার তাইন্দং ইউপির মকবুল আহমদের স্ত্রী রাজিয়া খাতুন (৭০)।
এদিকে গত ২৪ ঘন্টায় ৮২ জনকে পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৫৬.০৯%।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ বলেন, মৃত ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসা অবস্থায় মারা যায়। তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিলো, বাকীদের নমুনা সংগ্রহ করা হয়েছে।