রাউজানে আশ্রয়ন প্রকল্পের ৫৯ পরিবারের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাউজানের হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ৫৯টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ পাওয়া ভূমিহীন পরিবারগুলোকে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী,আওয়ামী লীগ নেতা রুনু ভট্টচার্য্য।
উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের বটতইল্যা টিলায় বসবাসরত পরিবারগুলো খাদ্য সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী ও সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর পাশে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে আমরা পাশে আছি। তাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি বস্ত্রও বিতরণ করা হবে যাতে তারা সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে।
জোনায়েদ কবির সোহাগ বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারগুলোর মাঝে সাংসদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। লকডাউন পরিস্থিতিতে পরিবারগুলোকে খাদ্যসামগ্রীসহ সার্বিক সহায়তা দেওয়া হবে।