রাঙামাটির সাংবাদিকদের নিয়ে “তথ্য অধিকার আইন বিষয়ক” প্রশিক্ষন

৫০৪

স্টাফ রিপোর্টার :
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ বলেন, তথ্য অধিকার আইনের বিষয়ে আগে আগ্রহ ছিলো না। আগে জোর করে মানুষকে তথ্য সরবরাহ করতে হতো। তবে এখন কিন্তু তথ্যের জন্যে আগ্রহ বেড়ে গেছে। কারণ তথ্য প্রযুক্তির বিকাশ দেশে হঠাৎ করে ঘটেছে। আর এখন মানুষ তথ্য পেতে চায়।
শনিবার (১০জুলাই ২০২১) সকাল সাড়ে ১০টায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যাগে আয়োজিত রাঙামাটিতে কমর্রত সাংবাদিকদের নিয়ে জুম এ্যাপের মাধ্যমে “তথ্য অধিকার আইন বিষয়ক” প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটিতে কমর্রত সাংবাদিকদের নিয়ে জুম এ্যাপের মাধ্যমে “তথ্য অধিকার আইন বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে। এতে পিআইবি’র জিলহাজ উদ্দিন নিপুন যুক্ত হন।
এছাড়া রাঙামাটি থেকে জুম এ্যাপের মাধ্যমে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বিশিষ্ট প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দেসহ রাঙামাটি কর্মরত ২৮জন সংবাদকর্মী জুম এ্যাপে প্রশিক্ষণ গ্রহন করেন।

Facebook Comments Box
You might also like