নিখিলকে পথে পথে সংবর্ধনা

১৯৫

স্টাফ রিপোর্টার:

অপেক্ষার প্রহর গুনা শেষ হলো। এবার প্রিয় নেতাকে বরণ করে নেবার পালা । তাই আনুষ্ঠানিকতার অপেক্ষা না করেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত  চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে পথে পথেই সংবর্ধনা দিলেন বিভিন্ন সংগঠন ও তার ভক্ত অনুসা

রীরা। তিনি সোমবার (১২জুলাই ২০২১) দুপুরে ঢাকা থেকে নিজ জেলা রাঙামাটি আসেন।

রাঙামাটি আসার পথে জেলার প্রবেশমুখ বেতবুনিয়া, কাউখালী, রানীরহাটে দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর তিনি রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে পৌঁছালে তাঁকে রাঙামাটি সদর উপজেলা পরিষদ এর পক্ষে, সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতাব্বর এর নেতৃত্বে এবং সার্কিট হাউসে দলীয় অঙ্গ সংগঠনের পক্ষে নিখিল কুমার চাকমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

ছাড়াও টিএন্ডটি এলাকায় জেলা শ্রমিকলীগ, নিউ মার্কেটের সামনে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, বনরূপা মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতি মার্কেটের সামনে, বনরূপা ব্যবসায়ী সমিতি তাদের কার্যালয়ের সামনে, আসবাবপত্র ব্যবসায়ী সমিতি কাঠালতলীস্থ তাদের কার্যালয়ের সামনে, রাঙামাটি প্রেসক্লাবের সামনে  সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিখিল কুমার চাকমাকে ফুলের তোড়া দিয়ে এবং মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় নিখিল কুমার চাকমা পথে পথে গাড়ি থেকে নেমে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং কৃতজ্ঞতা জানান। এ সময় তার  গাড়ি বহরের সঙ্গে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
You might also like