রাঙামাটি এসেছেন নিখিল কুমার চাকমা, বিকেলে দলীয় সংবর্ধনা
স্টাফ রেপার্টার :
রাঙামাটি এসে পৌঁছেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা দিবে জেলা আওয়ামীলীগ। এদিকে দুপুরে নিখিল কুমার চাকমা ঢাকা থেকে রাঙামাটি আসার পথে পথে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান। শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে তাকে শুভেচ্ছা জানান রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়। দুপরে তিনি রাঙামাটি সার্কিট হাউজে অবস্থান নেন। তেখানে ভীড় করেন দলীয় নেতা কর্মীরা। সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তার সাথে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
দলীয় সংবর্ধনার আগে নিখিল কুমার চাকমা বঙ্গবন্ধুর ভাস্কর্যে এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
এদিকে নিখিল কুমার চাকমার আগমনকে ঘিরে পুরো শহরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার ও তোরণ সাজিয়েছে দলীয়, ব্যবসায়ী ও বিভিন্ন সামজিক সংগঠন।