লংগদুতে আরো চারজনের করোনা সনাক্ত

৭০

লংগদু প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলায় মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রবিবার এ উপজেলায় আরো চার জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ডাঃ ফখরুল ইসলাম জানান, এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত চারজনই কালাপাকুজ্জা সরকারী আশ্রয়ন প্রকল্প ইসলামপুরের বাসিন্দা । তারা সবাই স্বাভাবিক ও সুস্থ রয়েছে বলে জানা যায়।

এদিকে করোনা সংক্রমণ এড়াতে কঠোর নজরদারিতে রয়েছে প্রশাসন। কউপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী, রেডক্রিসেন্ট, স্কাউট এর সদস্যরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত মাইকিং ও মাক্স বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
You might also like