উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে রাঙামাটি এফপিএবি’র শুভেচ্ছা

১৪৯

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচছা জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখা কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরস্থ চেয়ারম্যান এর নিজস্ব বাসভবনে সংস্থার নেতৃবৃন্দ গিয়ে চেয়ারম্যান এর সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এসময় এফপিএবি রাঙামাটি শাখা কার্যনির্বাহী কমিটির সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি ঝিমি কামাল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান, জেলা কর্মকর্তা অরুণ শীল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নব নিযুক্ত চেয়ারম্যান উপস্থিত সকলকে শুভেচছা জানিয়ে রাঙামাটি এফপিএবি’র উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box
You might also like