করোনায় মারা গেলেন রাঙামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার

৯২

স্টাফ রিপোর্টার :
রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহসান হাবীব করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা হচ্ছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উর্ধ্বতন সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের অ্যাজমার সমস্যা ছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। করোনায় মৃত আহসান হাবীবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। গত মে মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন ।

Facebook Comments Box
You might also like