২৫ হাজার মাস্ক বিতরণ করেছে রাঙামটি চেম্বার অব কমার্স

৭৫

সহরোয়ার্দী সাব্বির :

রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে করোনো ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক) বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৬ জুলাই ২০২১) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে রাঙামাটির ৬টি বাজার ব্যবসায়ী সমিতি, ১৬টি মসজিদ, ০৩টি বৌদ্ধ বিহার, ০২টি মন্দির, আসবাবপত্র ব্যবসায়ী সমিতি, রাঙামাটি ডায়াবেটিক সমিতিসহ জেলার বিভিন্ন প্রসাশনের কাছে ২৫হাজার পিস মাস্ক বিতরণ করা হয়।

রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাং মং, মোঃ আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, নেছার আহমেদ, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহসহ উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকদের মাধ্যমে কুরবানির পশুর হাটেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

Facebook Comments Box
You might also like