ঋণগ্রস্ত এক যুবকের আত্মহত্যা রাউজানে

৬১

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে অঞ্জন বিশ্বাস (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৪ জুলাই শনিবার বিকেলে উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত অঞ্জন বিশ্বাস এলাকার চিকদাইর গ্রামের নিতাই বিশাসের পুত্র। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকদাইর ইউপি চেয়ারম্যান বলেন, অঞ্জন বিশ্বাস নামের এক ব্যক্তি আত্মহত্যা করার সংবাদটি পেয়েছি। খবর নিয়ে জানতে পেরেছি, সে ঋণগ্রস্ত ছিল। আত্নহত্যার বিষয়টি আমি পুলিশকে অবহিত করেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সংবাদটি পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আত্মহননকারী ওই যুবক ঋণগ্রস্ত ছিল বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

Facebook Comments Box
You might also like