রাঙামাটি সদরে একজনকে কুপিয়ে হত্যা

২৭৪

স্টাফ রিপোর্টার

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত বাসিরাম তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের মঈনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় র্দুবৃত্তরা বাসিরাম তঞ্চঙ্গ্যাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অনেকে ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ড ঘটতে থাকতে পারে। নিহত বাসিরাম তঞ্চঙ্গ্যারা পাঁচ ভাই। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ ছিলো।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
You might also like