যাদের কথা কেউ ভাবেনি, তাদের পাশে কিছু তরুণ
যাদের কথা হয়তো কেউ ভাবেনি। যাদের নাম নেই অসহায়, স্বল্প আয় কিংবা দুস্থ মানুষের তালিকায়। ফলে তারা পায়না সরকারী সহায়তা বা ত্রাণ। তারা আমাদের সমাজের মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষ। যারা মানুষের ফেলে দেয়া বা খাবার দোকানের উচ্ছিষ্ট কুড়িয়ে খেত। চলমান বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে হোটেল বা খাবারের দোকান। তাই শহরের মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের পেটেও আঘাত হেনেছে করোনা। রাঙামাটি শহরের এমন ২১ জন মানসিক ভারসাম্যহীনকে একবেলা খাবারের ব্যবস্থা করলেন মানবতাবাদী কিছু তরুন।
অঙ্গিকার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে সোমবার (২৬ জুলাই ২০২১) দুপুরে রাঙামাটি শহরের আনাচে কানাচে ঘুরে রাস্তায় পড়ে থাকা এইসব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় অঙ্গিকারের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আবু সালেহ, সদস্য আবু তাহের, বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এমন মানবিক উদ্যোগে প্রশংসিত হয়েছে এসব তরুণ। ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে আরো জনকল্যাণমুখী কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।