রাউজানে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২৭ জুলাই ২০২১) মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, আবদুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা নাছির উদ্দিন, আলমগীর আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বিপ্লব, এস এম আলম, মো. আজগর আলী, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ রায়হান, এস এম জাবেদ, দিদারুল আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, ইমরান হোসাইন ইমু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ বোরহান উদ্দিন আল কাদেরী।

Facebook Comments Box
You might also like