রাউজানে অস্ত্র গুলিসহ একজনকে পুলিশে সোপর্দ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরী অস্ত্রসহ মোঃ আজিম উদ্দিন প্রকাশ আজম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে স্থানীয় জনতা। রাউজান থানা সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল সন্দ্বীপ পাড়া এলাকা থেকে অস্ত্রসহ আজিম উদ্দিনকে আটক করে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা আজিমের হাতে থাকা একটি থলে দেখে সন্দেহ করে। এলাকায় মাদক কারবারী হিসাবে পরিচিত আজিমের থলে তল্লাশি করে থলের ভেতর অস্ত্র দেখতে পায়। এ সময় বিষয়টি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনকে ফোনে জানালে ওসির নির্দেশে রাউজান থানার উপ পরিদর্শক (এস আই) মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকসহ আজমকে একটি দেশীয় তৈরী এলজি, তার পরনের লুঙ্গির গোছা থেকে ৪ রাউন্ড কার্তুজ ও পিঠের মধ্যে বাধা একটি ব্যাগ থেকে একটি ধারালো দা উদ্বার করেন থানায় নিয়ে আসে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ জানান, আটক আজম এর বিরুদ্ধে রাউজান থানার এস আই ইসমাইল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা রুজু করেন। বৃহস্পতিবার আজিম উদ্দিনকে আদালতে সোর্পদ করা হয়েছে।