রাউজানে পাহাড়ী চোলাই মদসহ উপজাতি নারী আটক

১৭৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে পাহাড়ী চোলাই মদসহ মানুচিং মারমা প্রকাশ য়চিং মারমা (৩৮) নামের এক উপজাতি নারীকে আটক করেছে রাউজান থানা পুলিশ। সে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার তারবুনিয়া এলাকার মৃত কাজইল্যা মারমার কন্যা।
রাউজান থানা সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের গিরিছায়ার সামনে রাউজান থানার উপ পরিদর্শক (এস আই) আরিফ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় একটি সিএনজি অটোরিক্সা (নং চট্টগ্রাম-থ-১১-৫৩০৭) থামিয়ে তল্লাসী করার সময় স্যালাইনের ব্যাগভর্তি ১৬ লিটার পাহাড়ী চোলাই মদ ও গাড়ীসহ উপজাতি নারীকে আটক করেন। থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন জানান, বৃহস্পতিবার মাদক পাচারকারী নারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
You might also like