রাঙামাটির প্রায় অর্ধলক্ষ মানুষ টিকা নিয়েছেন
স্টাফ রিপোর্টার :
রাঙামাটিতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন ও বিধিনিষেধ কার্যকর এবং সচেতনতামূলক কার্যক্রমের পাশপাশি চলছে টিকা কার্যক্রম। রাঙামাটি সদর হাসপাতাল, পুলিশ হাসাতাল ও রাঙামাটি সিএমএইচ কেন্দ্র ছাড়াও জেলার ১০ উপজেলায় এ টিকা কার্যক্রম চলছে। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায় জেলায় এ পর্যন্ত (২৭ জুলাই ২০২১) রাঙামাটিতে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪৫হাজার ৫৯৯জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯হাজার ২৪জন। সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, রাঙামাটি জেলায় এখনো পর্যন্ত টিকার কোন ঘাটতি নেই। সাধারণ মানুষ প্রতিদিনি টিকা গ্রহণ করছেন। তিনি জানান ২৮জুলাই ২০২১ তারিখও রাঙামাটিতে ৯হাজার ৬শ ডোজ টিকা এসেছে।
রাঙামাটি সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন। টিকা গ্রহণে মানুষের বেশ আগ্রহ রয়েছে বলে জানান, রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খাঁন।
৭ফেব্রুয়ারী২০২১ সারাদেশের সাথে রাঙামাটিতেও করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর জুন মাস থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হয় রাঙামাটি জেলায়।