এক সপ্তাহে রাঙামাটিতে ৪১৯জন আক্রান্ত
স্টাফ রিপোর্টার
ঈদের পর থেকে গেল সপ্তাহে (২৮জুলাই ২০২১) পর্যন্ত রাঙামাটি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৯জন। এটি সরকারীভাবে নমুনা পরীক্ষার ফলাফল। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের রেকর্ড অনুযায়ী ঈদুল আযহার দিন থেকে পরবর্তী এক সপ্তাহে রাঙামাটি জেলায় সর্বমোট এক হাজার ৮২জনের নমুনা পরীক্ষা করে ৪১৯ জনের মধ্যে করোনা সনাক্ত হয়েছে। সনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ৩০ শতাংশ। আক্রান্তের শীর্ষে রয়েছে সদর উপজেলা। গেল সপ্তাহে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২৪৮জন। যা জেলার মোট আক্রান্তের অর্ধেকের বেশি।