করোনায় মারা গেলেন ড. মানিক লাল দেওয়ান
স্টাফ রিপোর্টার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডঃ মানিক লাল দেওয়ান করোনা আক্রান্ত হয়ে মারা গেছন। বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) সকাল ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে রাঙামাটি জেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানয়েছেন।