রাঙামাটিতে ঝুকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ
স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাঙামাটিতে গুরি গুরি বৃষ্টির ফলে সম্ভাব্য পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় ঝুকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার বিকেল থেকে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষদের সরিয়ে নিতে জেলা প্রশাসন অভিযান চালায়। এছাড়াও বিভিন্ন উপজেলায় অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসারগণ।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মাকফরুল হাসান আব্বাসির নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম শহরের ভেদভেদি, রাঙাপানি, শিমুলতলী, রুপনগর এলাকায় অভিযান চালিয়ে বসবাসকারীদের পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রবি মোহন চাকমা সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ