রুমায় ভাল্লুকের আক্রমণে জুম চাষি আহত

৮৩

স্টাফ রিপোর্টার

বান্দরবানে রুমা উপজেলার ভাল্লুকের আক্রমণে গুরত্বর আহত হয়েছেন প্রুসাউ মারমা(৫০) নামে এক জুম চাষি।

শুক্রবার (৩০জুলাই) দুপুরে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্রংখ্যং পাড়ায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গ্রাম থেকে ১কি.মি দূরে কলা বাগান। সে বাগানে কলা গাছ কাটতে যাওয়ার সময় গহীন পাহাড় থেকে একটি বন্য ভাল্লুক এসে প্রুসাউ মারমাকে কামড় দিয়ে গুরুত্বর আহত করে। পরে তার চিৎকারে পাড়াবাসীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার জানান, ভাল্লুকে কামড়ানো আহত রোগীকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
You might also like