রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক
মো: সহরোয়ার্দী সাব্বির :
রাঙামাটিতে সেনা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলবারুদসহ চার সন্ত্রাসীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর সেনা জোনের একটি দল শুক্রবার বিদবাগত রাত ৩টায় বরকল উপজেলার ছোট কাঠালী এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে সুরেন চাকমা, অসিং চাকমা, অনিল চাকমা এবং সাইমন চাকমা নামের চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে -২২ রাইফেল , ৭৭ রাউন্ড এ্যামুনিশন , একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট , একটি সোলার চার্জার , চাদা সংগ্রহের রশিদ বই , ০৪ টি মোবাইল সেট , ০১ টি হাতঘড়ি , ০১ টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩,৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
আটক চারজন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল দলের সশস্ত্র শাখার সদস্য ও চাঁদা সংগ্রহকারী বলে জানায় সেনা বাহিনী। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবর্ত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রাঙামাটি জোন কতৃপক্ষ।