ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১২৮

স্টাফ রিপোর্টার :
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে নজরুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রবিবার (১ আগস্ট ২০২১) সকাল সাড়ে ৯টায় রাজস্থালীর হাজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজস্থলী থানার ভারপ্র্পত কর্মককর্তা (ওসি) মফজল আহম্মদ।

জানা গেছে, গতকাল শনিবার অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম এক ছাত্রীর বাড়িতে গিয়ে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য ছবি লাগবে বলে শিক্ষার্থীর মাকে জানান। তখন ওই শিক্ষার্থী বাড়িতে ছিল না। তার মা দুপুরের দিকে প্রধান শিক্ষকের কথামতো ছবি তোলার জন্য ওই ছাত্রীকে এলাকার ২ শিশুসহ স্কুলে পাঠান। পরে ওই শিক্ষার্থী কান্না করতে করতে বাড়িতে আসে। পরে ওই শিক্ষার্থী তার মাকে জানায় প্রধান শিক্ষক তার শরীরের বিভিন্নস্থানে হাত দেয়।

এই বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা শনিবার থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ শিক্ষক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।

রাজস্থালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় শিক্ষক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
You might also like