করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাইয়ে এক মহিলার মৃত্যু

৭০

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় বেবী আক্তার (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিৎমরম মুসলিম পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী । মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসাঅং মারমা। এ নিয়ে রাঙামাটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২৭ জনে। আর কাপ্তাইয়ে এ নিয়ে মারা গেছেন ৪জন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান গত ২৪ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে । শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ২৮ জুলাই তাঁকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে করোনা সনাক্ত হয়েছে ৮২ জনের। এ পর্যন্ত জেলায় মোট সনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন।

Facebook Comments Box
You might also like