রাঙামাটির তিন উপজেলায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ
স্টাফ রিপোর্টার
আপাতত রাঙামাটি সদর, বরকল ও বিলাছড়ি উপজেলায় করোনার টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকার স্টক শেষ হয়ে যাবার কারণে আপাতত এ তিন উপজেলায় টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানান রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। তিনি জানান কয়েকদিনের মধ্যে টিকা আসবে এবং আগামী ৭ জুলাই থেকে আবারো টিকা দেয়া শুরু হবে।
এদিকে গতকাল থেকে এ তিন উপজেলায় টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খান জানান সোমবার (২জুলাই ২০২১) থেকে হাসপাতালে টিকা দেয়া বন্ধ রয়েছে। রাঙামাটি পুলিশ হাসপাতাল কতৃপক্ষ জানায়ত টিকা থাকায় হাসপাতালে সোমবার থেকে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে।
রাঙামাটি শহরের বাসিন্দা নজরুল ইসলাম জানান, মঙলবার রাঙামাটি সদর হাসপাতালে টিকা দিতে গিয়ে ফেরত আসতে হচ্ছে। তবে কতৃপক্ষ যদি নোটিশ দিয়ে জানিয়ে দিত তাহলে মানুষের ভোগান্তি হতো না।